শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

আজ বিশ্ব দাড়ি দিবস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ৪ সেপ্টেম্বর ২০২১

Google News
আজ বিশ্ব দাড়ি দিবস

ফাইল ছবি

সুন্দর চেহারায় ব্যক্তিত্ব এবং সৌন্দর্যের অতিরিক্ত স্তর যুক্ত করার জন্য দাড়ি অনেক ভূমিকা রাখে। আর তাই প্রতিবছর দাড়ির জন্য রয়েছে আলাদা একটি দিবস।

আজ ৪ সেপ্টেম্বর, বিশ্ব দাড়ি দিবস। ন্যাশনাল ডে ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, ২০১০ সালে দিনটির যাত্রা শুরু।

প্রতিবছর আন্তর্জাতিক পর্যায়ে পালিত হয় দিবসটি। বিভিন্ন দেশের মানুষরা তাদের দাড়ি নিয়ে একত্রিত হয়ে দিনটি উদযাপন করে। সাধারণত দিনটি পালন করা হয় সেপ্টেম্বরের প্রথম শনিবারে।

প্রথা অনুযায়ী, বিশ্ব দাড়ি দিবসে একটি পরিবারের দাড়িওয়ালা সদস্যদের জন্য বিশ্রাম নেওয়া এবং কোনো চাকরি বা কাজে অংশ না নেওয়ার রীতি।

বিশ্ব দাড়ি দিবস হলো দাড়ির বৈশ্বিক মর্যাদা উন্নীত করা এবং উন্নীত করা। যদিও অনেক দেশ এবং শহর বিশ্ব দাড়ি দিবসের অনুশীলন করে তাদের নিজস্ব অঞ্চলের জন্য। তাছাড়া বিশ্ব দাড়ি দিবসে শেভ করা সর্বজনীনভাবে অত্যন্ত অসম্মানজনক বলে বিবেচিত হয়।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের