
মুদি আইটেম কেনার আগে তালিকা তৈরি করুন
ছুটির দিন মানেই পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখা। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন তেল, লবন, হলুদ, চিনি,ডাল, চালের মতো জিনিসপত্র গুলো অনেকেই একসাথে কিনে রাখেন। এতে করে ঝামেলা অনেকটা কমে। সময়ও বাঁচে। সেই সাথে শাস্ত্রয়ীও বটে। তবে এই মুদি আইটেমগুলো কিনে রাখার জন্য একটি পরিকল্পনা করে নিলে ভালো হয়।
দরকারী জিনিসগুলোর তালিকা তৈরি করুন
যে জিনিসগুলো কেনা লাগবেই যেগুলো ছাড়া কাজ চলবে না এই ধরনের জিনিসগুলোর একটি তালিকা তৈরি করুন। সেক্ষেত্রে প্রতিটা জিনিসের পরিমাণসহ লিখে নিন। এতে করে অতিরিক্ত জিনিস কিনে পয়সা আটকে রাখার মানে হয় না। তাই পরিকল্পনা করে জিনিস কিনতে পারলে বাড়তি খরচ হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়।
এমন কিছু জিনিস আছে যেগুলো দুই-তিন দিনের বেশি থাকে না। এই ধরনের জিনিসপত্রগুলো পরিমাণে কম কিনতে হবে। যেমন পাউরুটি, কেক, দুধ, দই এগুলি বেশিদিন থাকে না। তাই অযথা কিনে পয়সা নষ্ট না করাই ভালো।
যেসব জিনিস একসঙ্গে কিনলে লাভ হয়
দ্রুত নষ্ট হয় না এমন খাবার একসঙ্গে পরিমাণে বেশি কিনে রাখলে অর্থ বেশি খরচ হওয়ার সম্ভাবনা কম থাকে। যেমন হ্যান্ডওয়াশ, শ্যাম্পু,চিনি, বডি লোশন ডিটারজেন্ট ডাল, চাল ইত্যাদি জিনিসপত্র এর মধ্যে পড়ে।
এস আর