
ঈদ শপিং-এ কিছু সতর্কতা অবলম্বন করুন
পবিত্র রমজান মাস শেষ হলেই ঈদুল ফিতর। ঈদকে ঘিরে অনেক মানুষের মনে থাকে নানা আয়োজন। ঈদকে ঘিরে অনেকেই পরিবারের সকলের জন্য শপিং করতে ভালোবাসে। আবার কেউবা নতুন জামা কাপড় কেনা সহ ঘরের নতুন আসবাবপত্র কিনে থাকে। তবে আমাদের সকলের মনে রাখা উচিত করোনা সংক্রমণ কমে গেলেও তা কিন্তু বাংলাদেশ থেকে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়। শপিং করতে গিয়ে আমাদের সকলকেই অবলম্বন করতে হবে কিছু সতর্কতা।
চলুন তাহলে দেরি না করে জেনে আসি এই ঈদকে ঘিরে শপিং করতে গিয়ে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত :
১. শপিংমলে গিয়ে সিড়ির হাতোলে,দোকানে দরজায় কিংবা লিফটের ব্যাটনে সরাসরি হাত রাখবেন না। এক্ষেত্রে শপিং করতে গেলে আপনাকে অবশ্যই গ্লাভস ব্যবহার করতে হবে। অবশ্যই সতর্ক থাকতে হবে যত কম সম্ভব সবকিছুই স্পর্শ করুন।
২. বিল পরিশোধের পর দোকানদারের দেওয়া টাকা হাত দিয়ে স্পর্শ না করে প্রয়োজনে একটি ব্যাগ রাখুন। কিংবা টাকা স্পর্শ করলেও সাথে সাথে হাত স্যানীটারাইজার করে নিতে হবে। এতে করে যেমন আপনি নিজেও সুরক্ষিত থাকবেন তেমন অন্যরাও সুরক্ষিত হবে।
৩. রোজা রমজানের দিন শপিংমলে গিয়ে অযথা ভিড় বাড়িয়ে কোনো লাভ নেয় তাই যা যা কিনবেন তা আগে থেকে তালিকা করে রাখুন। এতে করে সময় এবং পরিশ্রম দুটোই লাঘব হবে। তাই প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়ে গেলেই বাড়ি ফিরে যান।
৪. এবারকার রমজান এবং ঈদ হচ্ছে গ্রীষ্মের দাবদাহে। বাইরে যাওয়ার মুহূর্তে অবশ্যই ছাতা নিতে ভুলবেন না।
৫. শপিংমলে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখুন। যদিও শপিংমলে ভিড়ের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই কষ্টকর তাও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এই কাজটি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এমন একটি স্থান বেছে নিন যেখানে খুব সহজেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আপনি খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিতে পারবেন।
এস আর