শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

ভ্রুযুগল ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে? সমাধান করুন ঘরোয়া উপায়েই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৮, ২৮ এপ্রিল ২০২৩

Google News
ভ্রুযুগল ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে? সমাধান করুন ঘরোয়া উপায়েই

পাতলা ভ্রু ঘন করুন ঘরোয়া উপায়ে

সৌন্দর্য যে শুধু প্রসাধনীতেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। বরং সৌন্দর্যের অন্যতম রহস্য লুকিয়ে থাকে ভ্রুযুগলেও। তাই ঘন কালো ভ্রুর চাহিদা রয়েছে সর্বত্রই। তবে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে, আস্তে আস্তে তাদের ভ্রু পাতলা হয়ে যাচ্ছে। এই সমস্যা থেকে বাঁচতে অনেকেই সাময়িকভাবে আইব্রো পেন্সিল ব্যবহার করে থাকেন। তাই এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান পেতে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করা যেতে পারে।

নারকেল তেল

ভ্রূ ঘন করতে আমরা অনেকেই বিভিন্ন রকম উপায় অবলম্বন করে থাকি। তবে ভ্রু ঘন করার ক্ষেত্রে নারকেল তেলের ভূমিকা কিন্তু অনেক। এক্ষেত্রে রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফোটা নারকেল তেল ভ্রুতে মালিশ করে ঘুমোতে যাওয়া উচিত। এবং সকালে উঠে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে কয়েকবার এই  পদ্ধতি অবলম্বন করলেও ভ্রু ঘন হবে।

পেঁয়াজের রস

ভুরু ঘন করার আরেকটি কার্যকরী উপাদান হল পেঁয়াজের রস। পেঁয়াজ সালফার সমৃদ্ধ হওয়ায় ভ্রু ঘন করে থাকে। পেঁয়াজের রস দিয়ে ভালো করে রোজ মালিশ করে ১৫-২০ মিনিটের মত রেখে দিতে হবে তারপর শুকিয়ে আসলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

অ্যালোভেরা

অ্যালোভেরার গুনাগুন বলে শেষ করা যাবে না। ভ্রু ঘন করতেও অ্যালোভেরার অনবদ্য ভূমিকা রয়েছে। এলোভেরা তে থাকা জেল ভ্রুতে লাগিয়ে মালিশ করে ৩০ মিনিটের মত রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ভ্রু ঘন হতে শুরু করেছে।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের