শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

বঙ্গবন্ধু হত্যায় ষড়যন্ত্রকারী কারা, ঠিকই আবিস্কার হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৭, ১ আগস্ট ২০২১

আপডেট: ১৫:০৪, ২ আগস্ট ২০২১

Google News
বঙ্গবন্ধু হত্যায় ষড়যন্ত্রকারী কারা, ঠিকই আবিস্কার হবে: প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ষড়যন্ত্রের পেছনে কারা একদিন ঠিকই আবিষ্কার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১ আগস্ট) শোকের মাসের প্রথমদিন কৃষক লীগের আয়োজনে ‘স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচি’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ৭৫ এর ১৫ ই আগস্ট জাতীর পিতাকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চেয়েছিলো খুনিরা।

তিনি বলেন, বঙ্গবন্ধু কখনো ভাবতেও পারেননি তার দেশের মানুষ তাকে হত্যা করতে পারে। ইতিহাসে জঘন্য তম এই হত্যার পর খুনিদের বিচার না করে বরং পুরস্কৃত করা হয়েছিলো। 

২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ উন্নয়নের পথে চলছে। মহামারি করোনা এসে এর গতিকে কিছুটা কমিয়ে দিলেও সরকারের নানা পরিকল্পনার ফলে অর্থনীতির চাকাকে সচল রাখা সম্ভব হয়েছে।

সব শেষে প্রধানমন্ত্রী তার দলের প্রতিটি নেতাকর্মীকে জাতীর পিতার স্বপ্নের বাংলাদেশ করে তুলতে আরো আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

রেডিওটুডে নিউজ/এইচবি/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের