মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

Radio Today News

পূজামণ্ডপে হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান জাতিসংঘের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৪, ১৯ অক্টোবর ২০২১

Google News
পূজামণ্ডপে হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান জাতিসংঘের

ফাইল ছবি

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিতেরও তাগিদ দেন তিনি।

সোমবার সন্ধ্যায় এক টুইটে এ আহ্বান জানান তিনি। 

টুইটে মিয়া সেপ্পো  বলেন, "বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এটা থামানো উচিত। আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানোর পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।"

তিনি আরও বলেন, "বাংলাদেশ অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠা জোরদারের প্রয়াসে যুক্ত হতে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।"

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের