মঙ্গলবার,

৩০ এপ্রিল ২০২৪,

১৭ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

৩০ এপ্রিল ২০২৪,

১৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

‘মুজিবনগরে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হব’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০১, ১৭ এপ্রিল ২০২৪

Google News
‘মুজিবনগরে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হব’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘মুজিবনগরে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি কিছু মতামত দিয়েছেন। এটা যাতে আন্তর্জাতিক মানের করা যায় সে ব্যাপারে বলেছেন।’

তিনি বলেন, ‘আমরা সর্বস্তরের অংশীদারদের নিয়ে সভা করেছি। প্রাথমিকভাবে প্রকল্পটা চূড়ান্ত করা হয়েছে। কিছুদিনের মধ্যে একনেকে তোলা হবে। সেখানে অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে।’

বুধবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই-বাছাই শেষে তালিকা জাতীয় কাউন্সিলে পাঠান। তারপর গেজেট প্রকাশ করা হয়।’ ‘যদি কোনো ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে থাকেন সেটা কেউ অভিযোগ করলে বা মন্ত্রণালয়ের নজরে এলে সেগুলো বাতিল করা হবে। প্রমাণ হওয়ায় ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’ - যোগ করেন তিনি।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের