২০২৬ সালে ঈদ ও পূজায় ছুটি কত দিন?

রোববার,

০৯ নভেম্বর ২০২৫,

২৫ কার্তিক ১৪৩২

রোববার,

০৯ নভেম্বর ২০২৫,

২৫ কার্তিক ১৪৩২

Radio Today News

২০২৬ সালে ঈদ ও পূজায় ছুটি কত দিন?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৩, ৯ নভেম্বর ২০২৫

Google News
২০২৬ সালে ঈদ ও পূজায় ছুটি কত দিন?

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি হবে ২৮ দিন। এর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়ায় মূল ছুটি হবে ১৯ দিন।

সূত্রের খবর, চলতি বছরের মতো আগামী বছরও দুই ঈদ এবং শারদীয় দুর্গাপূজায় ছুটি থাকবে। এর মধ্যে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন। রোববার (৮ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘২০২৬ সালের ছুটির তালিকায় সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার পড়েছে, ফলে কার্যত সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মূল ছুটি ১৯ দিন হবে।’

এর আগে গত বছর ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী, ২০২৫ সালে মোট ছুটি ছিল ২৬ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ছিল ১২ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ছিল ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে পাঁচ দিন এবং নির্বাহী আদেশের মধ্যে চার দিনই সাপ্তাহিক ছুটি হিসেবে অন্তর্ভুক্ত ছিল।

ছুটি সংক্রান্ত এই অনুমোদন আগে থেকে ধারাবাহিকভাবে দেশের কাজকর্ম ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পনার সুযোগ দেবে। বিশেষত ঈদুল ফিতর ও ঈদুল আজহায় দীর্ঘ ছুটি থাকায় মানুষ পরিবার ও আতিথ্য-সংক্রান্ত প্রস্তুতি নিতে সুবিধা পাবেন। শারদীয় দুর্গাপূজার দুই দিনের ছুটিও সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমকে সমর্থন করবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের