সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন সঠিক না হলে জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয় না। একটি প্রতিনিধিত্বশীল কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।
গতকাল মঙ্গলবার রাজধানীর তোপখানায় সিরডাপ মিলনায়তনে সুজন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
ড. বদিউল আলম বলেন, গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে, আর কোনো কর্তৃত্ববাদী শাসনের পুনরুত্থান যেন না ঘটে। নির্বাচনব্যবস্থা পরিশুদ্ধ হয়, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়। সর্বোপরি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক একটি বৈষম্যহীন সমাজ গড়ার মধ্য দিয়ে রাষ্ট্রে যেন সুশাসন কায়েম হয়।
তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে টেকসই করতে হলে গণতন্ত্রের ঘাটতি দূর করা আবশ্যক। যার জন্য কতগুলো সুদূরপ্রসারী সংস্কার জরুরি। জুলাই জাতীয় সনদ সই ও এর বাস্তবায়ন আদেশ জারির মাধ্যমে সংস্কারের গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।
ড. বদিউল আলম বলেন, বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ থেকে আমরা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে সাতটি প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি। প্রতিবন্ধকতাগুলো হচ্ছে–নির্বাচনী অঙ্গনে দুর্বৃত্তায়ন, রাজনৈতিক অঙ্গনে দুর্বৃত্তায়ন, নির্বাচনে টাকার অশুভ খেলা, নির্বাচন কমিশনের অকার্যকারিতা, নাগরিক সমাজের নিষ্ক্রিয়তা, নির্বাচনকালীন সরকারের পক্ষপাত আচরণ, ক্ষমতার কেন্দ্রীকরণ এবং ভারসাম্যহীনতা। এসব সংস্কারের জন্য প্রয়োজন কতগুলো গভীর আইনি, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার।
বৈঠকে সভাপতির বক্তব্যে সুজনের সহসভাপতি এম এ মতিন বলেন, দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে করতে হবে কঠোর আইন। আরপিওতে এমন বিধান থাকতে হবে যেন তৃণমূল ও ৬০ শতাংশ মানুষের মতামত ছাড়া প্রার্থী দেওয়া হলে ওই দলের শাস্তি হবে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ভোটের দুই মাস আগে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।
সুষ্ঠু নির্বাচন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের আরও কার্যকর উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করে রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেন, গণঅভ্যুত্থানের পর যে অভ্যন্তরীণ ঐক্য দরকার ছিল, সেটি দেখা যাচ্ছে না। সীমান্ত দিয়ে প্রচুর অস্ত্র ঢুকছে। ভয় আছে, এসব অস্ত্র নির্বাচন বানচালে কাজে লাগানো হবে। তাই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

