বার্তায় লেখা হয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) পেতে অনুমোদিত বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এই তারিখের আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে নতুন এই নিয়ম প্রযোজ্য হবে না।
নতুন বিধান অনুযায়ী, ভিসা সাক্ষাৎকারে কনসুলার কর্মকর্তা আবেদনকারীকে যোগ্য বিবেচনা করলে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলারের বন্ড নির্ধারণ করা হবে। কর্মকর্তার সরাসরি নির্দেশনা ছাড়া কোনও আবেদনকারী বন্ড জমা দিতে পারবেন না। সাক্ষাৎকারের আগে আগাম অর্থ পরিশোধ করলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না এবং সে অর্থ ফেরতযোগ্যও নয়।
নির্দেশনা পেলে আবেদনকারীকে যুক্তরাষ্ট্র সরকারের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ড জমা দিতে হবে। তৃতীয় পক্ষের ওয়েবসাইটে পরিশোধ করা অর্থের দায় নেবে না যুক্তরাষ্ট্র সরকার।
নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে বা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভ্রমণ না করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে। তবে অনুমোদিত সময়ের বেশি অবস্থান, সময়মতো দেশত্যাগ না করা বা ভিসার শর্ত ভঙ্গ করলে বন্ড বাজেয়াপ্ত হতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

