বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

বিকেলে কমিটি, রাতে সংঘর্ষের ঘটনায় ইডেন কলেজে পুলিশ মোতায়েন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৮, ১৪ মে ২০২২

আপডেট: ১৬:৫৮, ১৪ মে ২০২২

Google News
বিকেলে কমিটি, রাতে সংঘর্ষের ঘটনায় ইডেন কলেজে পুলিশ মোতায়েন

সম্মেলনের প্রায় ৩ বছর পর ছাত্রলীগের কমিটি হলেও উত্তপ্ত ইডেন কলেজ। শুক্রবার (১৩ মে) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করে পদবঞ্চিতরা বলছেন, কমিটি বাতিল না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয় পুলিশ।

জানা গেছে, আধিপত্য বিস্তারে হল দখল করতে গেলে দুটি গ্রুপের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। বেশ কয়েকজনকে মারধর ও হলের কিছু কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, আজ ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার পর বাদ পড়াদের ওপর চড়াও হন কমিটিতে নতুন পদ পাওয়া নেত্রীরা। এ সময় নতুনরা হলে অবস্থান নিতে গেলেই দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়৷

এ বিষয়ে কথা বলতে কলেজ প্রশাসনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

এর আগে আজ (শুক্রবার) বিকেল সম্মেলনের দীর্ঘ দুই বছর নয় মাস পর ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি হিসেবে তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক হিসেবে রাজিয়া সুলতানার নাম ঘোষণা করা হয়।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের