শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

‘বিদ্যুতের বিল তো বাকি রাখিনি, কয়লার বিল বাকি কেন’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৭, ৩ জুন ২০২৩

Google News
‘বিদ্যুতের বিল তো বাকি রাখিনি, কয়লার বিল বাকি কেন’

ডলার সংকটে কয়লার বিল পরিশোধ করতে না পারায় বন্ধ হতে যাচ্ছে কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র। এ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‌‘এখন সাধারণ মানুষের প্রশ্ন বিদ্যুতের বিল তো বাকি রাখিনি। তাহলে কয়লার বিল বাকি কেন? আজ মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। কারণ ফ্যাক্টরিগুলো বিদ্যুৎ পাচ্ছে না।

মানুষকে বিভ্রান্ত করে লাখ লাখ টাকা তছরুপ করেছে বর্তমান সরকার। ’

শনিবার (০৩ মে) নরসিংদী জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে জাতীয় পার্টির নরসিংদী জেলা আহ্বায়ক সফিকুল ইসলামের সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক সঞ্চালনা করেন।

জি এম কাদের বলেন, ‘বর্তমান সময়ে সরকার বিদ্যুৎ দিতে পারছে না কেন? কারণ তেল নেই। কয়লা কেনার পয়সা নেই। পয়সার অভাবে বিদেশ থেকে কোনো মাল আনতে পারছে না তারা। আজকে মানুষের এই দুর্দশার দায় সরকারের। ’

জি এম কাদের বলেন, বাংলাদেশ এখন অত্যন্ত দুঃসময় পার করছে। সাধারণ মানুষের মাঝে চরম দুর্দশা চলছে। হতাশা চলছে। জিনিস পত্রের দামে ঊর্ধ্বগতি চলছে। সাধারণ মানুষ জানে না সামনের দিনগুলোতে কি হবে।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের