শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

আ.লীগ দুটো জিনিসের ওপর ভরসা করে এক সৃষ্টিকর্তা ও দুই জনগণ: শামীম ওসমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৩, ২০ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২১:১৪, ২০ সেপ্টেম্বর ২০২৩

Google News
আ.লীগ দুটো জিনিসের ওপর ভরসা করে এক সৃষ্টিকর্তা ও দুই জনগণ: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপিতে এখন দুটি গ্রুপ। একটা ভাইয়া গ্রুপ আরেকটি আম্মাজান গ্রুপ। ভাইয়া গ্রুপের লাথি খেয়ে আম্মাজান গ্রুপ সাইড লাইনে চলে যাচ্ছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের কালির বাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তৃণমূল বিএনপি প্রসঙ্গে তিনি আরও বলেন, আওয়ামী লীগ তার নিজস্ব গতিতে চলে। বিএনপি ভাঙল কী গড়ল, বিএনপির কী হলো কী না হলো, তাতে আওয়ামী লীগের কিছুই যায় আসে না। বাংলাদেশ আওয়ামী লীগ দুটো জিনিসের ওপর ভরসা করে। এক সৃষ্টিকর্তা ও দুই জনগণ।

তিনি বলেন, আমার মনে হয়, লন্ডন থেকে বসে যিনি দেশ চালানোর চেষ্টা করছেন, উনার লক্ষ্য রাজনীতি করা নয়। উনার লক্ষ্য হলো এই দেশটাকে অকেজো বা অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। সেই কারণেই একটি অকার্যকর রাষ্ট্র করার জন্য যে ধরনের নেতৃত্ব দরকার, উনি তাদেরকে বেছে নিয়েছেন। তার এই ধরনের লোকদের বেছে নেওয়ার কারণেই আমার মনে হয় এই সব ত্যাগী লোকেরা বিএনপি থেকে বেরিয়ে এসেছেন। এটাতো মাত্র শুরু হলো, আরও বহু লোক এই দলের অপরাজনীতি থেকে বেরিয়ে আসবেন। যারা ২০১৩-১৪ সালে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, যারা মানুষের সম্পদ জ্বালিয়েছে, যারা আগুন দিয়ে পাঁচশ মানুষ পুড়িয়ে হত্যা করেছে। আমার মনে হয় ভালো মানুষগুলো এখান থেকে বেরিয়ে আসবে।

শামীম ওসমান আরও বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা দুটির ওপর ভরসা করেন। সৃষ্টিকর্তা উনাকে ২১ বার হত্যার চেষ্টা থেকে বাঁচিয়েছেন এবং অপরটি হলো জনগণ। যাদের দোয়ায় উনি বেঁচে আছেন এবং যাদের ভোটে উনি নির্বাচিত হয়েছেন। তিনি জনগণের সমর্থনে সরকার গঠন করেছেন, ভবিষ্যতেও করবেন। আমরা বিশ্বাস করি জনগণই সব ক্ষমতার উৎস। এর বাইরে কোনো শক্তি কিংবা অপশক্তি কী করল, তা আমরা পরোয়া করি না।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের রাস্তার আনাচে-কানাচে মাদক বিক্রি হচ্ছে। পুলিশের পক্ষে তো একা সবকিছু করা সম্ভব নয়। তাই আনসার বাহিনীকেও কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

আনসার-ভিডিপি নারায়ণগঞ্জের জেলা কমান্ড্যান্ট মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের কমান্ডার (পরিচালক) মো. রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, অতিরিক্ত জেলা প্রশাসক নুরনবী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নারায়ণগঞ্জ জেলার ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের