শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

সরকার পতনের দাবিতে সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চ আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪২, ২১ সেপ্টেম্বর ২০২৩

Google News
সরকার পতনের দাবিতে সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চ আজ

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভৈরব থেকে রোডমার্চ শুরু করবে বিএনপি।

সকাল ৯টায় ভৈরব বাসস্টেশন থেকে সমাবেশের মাধ্যমে এই রোডমার্চ শুরু হবে। এটি ঢাকা-সিলেট মহাসড়ক ধরে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

এতে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপি জানিয়েছে, এই রোডমার্চে দলের স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা থাকবেন। ময়মনসিংহ ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকেরা এই কর্মসূচির সমন্বয় করছেন।

এছাড়া আজ দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের