
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি খুনির দল, সন্ত্রাসীদের দল। দেশের মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষকলীগ আয়োজিত কৃষক মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, মির্জা ফখরুল বলছেন- বর্তমান সরকার জনগণের সরকার নয়। আপনারা যে রাষ্ট্র ক্ষমতায় আসতে চান কীভাবে আসতে চান? আপনারা ক্ষমতায় থাকার সময় কৃষকদের হত্যা করেছেন। দেশের মানুষ তা ভুলে যায়নি। আজ পর্যন্ত সে ঘটনার জন্য আপনারা জাতির কাছে ক্ষমা চাননি। তিনি বলেন, আপনারা খুনির দল, আপনারা সন্ত্রাসীদের দল। দেশের মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। কথা বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন। এই অবৈধ দলের নেতা, কীভাবে আপনি সরকারকে অবৈধ বলছেন?
তিনি আরও বলেন, আজকে থেকে বাংলাদেশের মানুষ আর কখনো আপনাদের দলকে ক্ষমতায় দেখতে চায় না। তাই আপনাদের রাস্তায় আস্ফালন করে লাভ নেই। আর যদি নির্বাচনে আপনারা বাঁধা দেন, তাহলে রাজপথে আমরা আপনাদের প্রতিহত করব। কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তৃতা রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম প্রমুখ।
রেডিওটুডে/এমএমএইচ