বৃহস্পতিবার,

২০ মার্চ ২০২৫,

৬ চৈত্র ১৪৩১

বৃহস্পতিবার,

২০ মার্চ ২০২৫,

৬ চৈত্র ১৪৩১

Radio Today News

প্রথম দিনে আওয়ামী লীগের সোয়া ৫ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১০, ১৮ নভেম্বর ২০২৩

Google News
প্রথম দিনে আওয়ামী লীগের সোয়া ৫ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে এক হাজার ৭৪টি ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এদিন সর্বোচ্চ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ঢাকা বিভাগে। বিভাগটি থেকে ২১৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। এরপর চট্টগ্রাম বিভাগ থেকে ২০১ জন, রাজশাহী বিভাগ থেকে ১৭৬ জন, খুলনা বিভাগ থেকে ১২৫ জন, রংপুর বিভাগ থেকে ১০৯ জন, ময়মনসিংহ বিভাগ থেকে ১০৫ জন, বরিশাল বিভাগ থেকে ৭৫ জন এবং সিলেট বিভাগ থেকে ৫৫ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়া অনলাইনে ১৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। সেই হিসেবে এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করে শনিবার প্রথম দিনে আওয়ামী লীগের আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা।

এদিন গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং নোয়াখালী-৫ আসনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে ফরম নেওয়া হয়েছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের