গোপালগঞ্জ-৩ আসন থেকে এবার নির্বাচন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের তালিকা ঘোষণা করার সময় এ কথা জানান।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন পেছানোর কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। বিএনপি নির্বাচনে আসলেও নির্বাচন পেছাবে না, তবে তফসিল পেছাবে। তফসিল রিসিডিউল করা হতে পারে।
রেডিওটুডে/এমএমএইচ