চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে আসামি করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবে হেফাজতে ইসলাম।
আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজের পর ইসকন নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব মন্তব্য করেন মামুনুল হক।
মামুনুল হক বলেন, ‘ইসকনের মদদদাতা শেখ হাসিনাকে এই ঘটনায় মামলার আসামি করতে হবে। এরা সুপরিকল্পিতভাবে বাংলাদেশে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। আইনজীবী আরিফ হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে করা হবে।’
মামুনুল অভিযোগ করেন, ‘ভারত রক্তের হলি খেলা খেলতে চায়।’ তিনি বলেন, ‘শহীদ আলিফ হত্যাকাণ্ডের জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সৌদি ও চায়নার মত ইসকনকে নিষিদ্ধ করতে হবে।’
সরকার ও আদালত ইসকনকে নিষিদ্ধ করতে গড়িমসি করলে বৃহত্তর কঠোর আন্দোলন দেবে হেফাজতে ইসলাম। তবে কোনো সহিংস আন্দোলন হবে না বলে জানান মামুনুল। তিনি বলেন, ‘হিন্দুদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, ইসকন ভারতের হয়ে বাংলাদেশে ভেতরে সহিংসতা করে।’