প্রধান উপদেষ্টা সম্মানী মানুষ, তার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। তবে নাতির বয়সীদের উপদেষ্টা করায় কিছু ভুল হচ্ছে, এগুলো শোধরানো দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৪ মে) রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, রাজনৈতিক দল সমালোচনা করবেই, কথা বলার স্বাধীনতার জন্য লড়াই করেছি। তাহলে শান্তির জন্য, ন্যায়ের জন্য বক্তব্য দিলে এত উষ্মা কেনো?
রুহুল কবির রিজভী প্রশ্ন রেখে বলেন, মব জাস্টিস কেনো? অন্তর্বর্তী আমলে বিনা বিচারে মানুষ মারা যাবে কেনো? ন্যায় বিচার চাওয়া অন্যায় কিছু না। কিছু উপদেষ্টার কথায় মনে হচ্ছে নির্বাচন চাওয়া অপরাধ। যারা বলেন তারা কে?
তিনি আরো প্রশ্ন রাখেন, মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দল কথা বলবে না? বন্দরে কেনো বিদেশিদের দিতে হবে? দেশে যোগ্য লোক নাই?
নাতি-নাতনীর বয়সীদের উপদেষ্টা বানালেই অভিজ্ঞ সরকার হয় না, যোগ করেন রিজভী।
রেডিওটুডে নিউজ/আনাম

