
জুলাই পদযাত্রা সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সাড়া ফেলেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে।
বুধবার (২ জুলাই) দেশ গড়তে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রার শুরুতে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, মানুষের মনের আকাঙ্ক্ষাকে ফুটিয়ে তোলাই হলো রাজনীতি। সাধারণ মানুষ পরিবর্তনের রাজনীতি দেখতে চায়। যেখান থেকে পরিবর্তনের সূচনা হবে।
তিনি বলেন, এনসিপি জনগণের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই রাজনীতি করবে। আর কালচারাল গ্যাঞ্জাম (ঝামেলা) না করে, জনগণের সমস্যা সমাধানের জন্য গ্যাঞ্জাম করার আহ্বান জানান দলের নেতারা।
তিনি জানান, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ২৯ দিনে ৬৪ জেলায় পদযাত্রা কর্মসূচি শেষ হবে, ৩০ জুলাই ঢাকায় ফেরার মধ্য দিয়ে। এছাড়া ৩ আগস্ট শহিদ মিনারে ছাত্রজনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি। দলটির উদ্যোগে ৫ আগস্ট পালিত হবে ছাত্রজনতার মুক্তি দিবস।
একই অনুষ্ঠানে উপস্থিত সারজিস আলম বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে বছরের পর বছর উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা করেছে বড় রাজনৈতিক দলের নেতারা।
এদিন কুড়িগ্রামে পৌঁছে রাজার হাট এলাকায় পথসভা করে এনসিপি। এরপর কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার থেকে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।
রেডিওটুডে নিউজ/আনাম