
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একেক দেশে একেক রকম পিআর পদ্ধতি আছে। যারা পিআর চাচ্ছেন তারা স্পষ্ট করে বলছে না কোন পদ্ধতির পিআর চায়।
রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন
বিএনপি রাষ্ট্র মেরামত চায় বলেই সবার আগে ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে বলেও এ সময় মন্তব্য করেন নজরুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদ ও দায়িত্ব সংক্রান্ত যে প্রস্তাব ঐকমত্য কমিশন থেকে আসছে, তা অস্পষ্ট। আমরা পরিষ্কার করে বলছি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ধারণার সঙ্গে বিএনপি একমত নয়।’
রেডিওটুডে নিউজ/আনাম