শুক্রবার,

২৫ জুলাই ২০২৫,

১০ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

২৫ জুলাই ২০২৫,

১০ শ্রাবণ ১৪৩২

Radio Today News

দেশকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করতে হলে সংস্কার প্রয়োজন: জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৫, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ২১:৫৬, ২৩ জুলাই ২০২৫

Google News
দেশকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করতে হলে সংস্কার প্রয়োজন: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা নির্বাচন বিলম্ব চাই না। তবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য এবং কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন চাই। দেশকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করতে হলে সংস্কার প্রয়োজন। সংস্কার শেষে আগামী বছরের প্রথম দিকে অবশ্যই সংসদ নির্বাচন হবে। এর আগে প্রশাসনকে নিরপেক্ষ ও সমতল নির্বাচনী মাঠ তৈরি করতে হবে। এর পর সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে।

বুধবার বিকেলে সিলেটের বিয়ানীবাজারের দাসগ্রামের ইউসুফ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত উপজেলা জামায়াতে ইসলামীর জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ নির্বাচনে আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় এদেশের আপামর জনসাধারণ দুর্ভোগে রয়েছেন। আমরা তাদের দুর্ভোগে রাখতে পারি না। সে জন্য আমরা চাই, স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা যেন দ্রুত করা হয়।

ডা. শফিকুর বলেন, অভ্যুত্থানে যেসব নারী-পুরুষ, ছাত্র, তরুণ তরুণী অংশ নিয়েছেন সবাই মাস্টারমাইন্ড ছিলেন। জুলাই আন্দোলনে একক কোনো মাস্টার মাইন্ড ছিলেন না। আমরা কাউকে আন্ডার মাইন্ড করতে চাই না।

আওয়ামী লীগের শাসনামলের দুর্নীতি ও বিদেশে টাকা পাচারের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে সাড়ে ১৫ বছরে বিদেশে ২৬ লাখ ৫৮ হাজার কোটি টাকা পাচার হয়েছে, যা দেশের এক বছরের বাজেটের পাঁচ গুণ।

তিনি বলেন, দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে হলে চারিত্রিকভাবে দুর্নীতিমুক্ত হতে হবে। যেসব দল দেশ পরিচালনায় ছিল, তারা শুধু দুর্নীতির মাধ্যমে নিজের ও দলের উন্নতি করেছে। দেশের উন্নয়ন করতে পারেনি। আমাদের বেগমপাড়ায় কোনো বাড়ি নেই। আমাদের ঠিকানা বাংলাদেশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের