
‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাতীয় সংগীতের চর্চাকে বাধাগ্রস্ত করে’ এমন অভিযোগ এনে সংগঠনটির সঙ্গে কোনো ছাত্রসংগঠনের ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। বুধবার (২৩ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিসিতে শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ স্মরণ সভা’য় তিনি এ কথা বলেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, গত কয়েক মাস আগে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি আন্দোলন হয়েছিল। সেখানে বিভিন্ন সংগঠনের সঙ্গে ছাত্রশিবিরও ছিল। তারা সেখানে বললো আমরা আন্দোলন করবো ভালো কথা কিন্তু কোনো জাতীয় সংগীত গাইতে পারবেন না। যারা জাতীয় সংগীত গাইতে বাধা দেয় সেরকম কোনো ছাত্র সংগঠনের সঙ্গে কিভাবে ঐক্য হতে পারে আমি বুঝতে পারি না। তাই ছাত্রদল মনে করে যারা জাতীয় সংগীতের স্পিরিট ধারণ করে না, যারা জাতীয় সংগীত গাইতে আমার দেশের সাধারণ মানুষকে বাধাগ্রস্ত করে তাদের সঙ্গে বাংলাদেশের কোনো ছাত্রসংগঠনের ঐক্য হতে পারে না।
এদিকে ছাত্রলীগের অনেকে এখন শিবিরের পদে থেকে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ করেন নাছির। তিনি বলেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশে দিলে ছাত্রশিবির তাদের ছাড়িয়ে আনে। শিবির বলে, কৌশলের অংশ হিসেবে তারা ছাত্রলীগ করেছে এখন শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে রয়েছে। এই চিত্র আমরা গাজীপুরে দেখেছি, চকবাজার দেখেছি, চট্টগ্রামে দেখেছি। আপনারা খেয়াল করে দেখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছাত্রলীগের ক্যাডার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের সভাপতি।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. জহির রায়হান আহমেদ বলেন,গতবছর চতুর্থ দিনের মতো কারফিউ ছিল এবং সারাদেশের ইন্টারনেট বন্ধ ছিল। আজকের এই দিনে আমরা কেউই বাসা বাড়িতে থাকতে পারিনি। আমাদের প্রত্যেকের বাসায় তল্লাশি চালিয়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছিলো। এই জুলাই-আগস্টের গণ অভ্যুত্থান কিন্তু একদিনে রচনা হয়নি। দীর্ঘ সময়ের পরিক্রমায় দীর্ঘ শ্রম-ঘামের বিনিময়ে এই জুলাই এসেছে।
রেডিওটুডে নিউজ/আনাম