বৃহস্পতিবার,

৩১ জুলাই ২০২৫,

১৬ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবার,

৩১ জুলাই ২০২৫,

১৬ শ্রাবণ ১৪৩২

Radio Today News

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ে নির্বাচন হবে, আশা ফখরুলের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১১, ২৯ জুলাই ২০২৫

Google News
প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ে নির্বাচন হবে, আশা ফখরুলের

মঙ্গলবার (২৯ জুলাই) জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, গণতন্ত্রে কিছু মতবিরোধ থাকবেই। কিন্তু সামান্য বিরোধকে বড় করে জাতির মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে।

জুলাই গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার দ্রুত হোক সেই দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তবে রাষ্ট্রের গভীর থেকে সংস্কার করতে হবে, নইলে আবার স্বৈরাচার ফিরে আসবে।
 
দ্রুতই জনপ্রতিনিধিত্বশীল সরকার খুবই জরুরি মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘একটা জিনিস আমাদের সবার মনে রাখা প্রয়োজন। জনগণের প্রতিনিধিত্বসম্পন্ন একটা সরকার খুবই জরুরি। আমরা আশা করি, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।’

জুলাই শুধু স্বৈরাচারী মুক্তির মাস নয়, আমাদের পুনর্জন্মের মাস, উল্লেখ করে ফখরুল বলেন, ‘ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে আমাদের তরুণরা সহযোগিতা করবেন, যে বাংলাদেশে সত্যিকার অর্থেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। মানুষ তার অধিকার নিয়ে একটা কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে পারবে এবং আমাদের শিশুদের আর এভাবে প্রাণ দিতে হবে না।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের