বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

গরু জবাই করে দিবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৯, ৪ জুলাই ২০২১

Google News
গরু জবাই করে দিবে ডিএনসিসি

ফাইল ছবি

ডিজিটাল হাট থেকে কোরবানির গরু কিনলে সেটি জবাই করে দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জবাইকৃত পশুর মাংস পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে। তবে এজন্য পশু কিনতে হবে ১০ জুলাইয়ের মধ্যে।

রবিবার সকালে ডিজিটাল হাটের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন। এ সময় তিনি জানান, গ্রাহক মানসম্মত গরু বুঝে পাওয়ার পরেই বিক্রেতাকে টাকা পরিশোধ করবেন। 

এবারের ডিজিটাল হাটে শুধু ই-ক্যাব এবং বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন (বিডিএফএ) অনুমোদিত প্রতিষ্ঠানের খামারিরা পশু বিক্রি করতে পারবেন।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে এবারের ডিজিটাল কোরবানির হাট বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন। এতে কারিগরি সহযোগিতা দিচ্ছে এটুআইয়ের অনলাইন প্ল্যাটফর্ম একশপ।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের