বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

Radio Today News

আফগান পরিস্থিতি নিয়ে জি-৭ নেতাদের জরুরি বৈঠক কাল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৭, ২৩ আগস্ট ২০২১

Google News
আফগান পরিস্থিতি নিয়ে জি-৭ নেতাদের জরুরি বৈঠক কাল

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বের উন্নত দেশগুলোর অর্থনৈতিক জোট জি-৭ জোটের নেতারা। আগামীকাল মঙ্গলবার (২৪ আগস্ট) ভার্চুয়ালি বৈঠকটি পরিচালনা করবে ব্রিটেন। খবর রয়টার্সের।

রয়টার্স জানিয়েছে, তালেবানের সঙ্গে বিশ্ববাসীর সম্পর্ক কেমন হবে, তা নিয়ে আলোচনা করবেন তারা। এছাড়াও এ বৈঠকে তালেবানের ওপর নিষেধাজ্ঞার কথা জানাবে ব্রিটেন।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সাফ জানিয়ে দিয়েছেন, আফগানিস্তানের ক্ষমতায় তালেবানকে মেনে নিতে চায় না ব্রিটেন। তালেবানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাবও দিয়েছেন তিনি।

এছাড়াও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে মার্কিন বাহিনী যেন আরো কিছুদিন কাবুলে থাকে মার্কিন প্রশাসনের কাছে সে আবেদন করেছেন বরিস জনসন।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের