শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

বিপিএল ২০২২

খুলনার বিপক্ষে তামিমের পঞ্চাশে বড় সংগ্রহ ঢাকার

শাহরিয়ার বাবু

প্রকাশিত: ০২:২৪, ২২ জানুয়ারি ২০২২

আপডেট: ০৪:৪৫, ২২ জানুয়ারি ২০২২

Google News
খুলনার বিপক্ষে তামিমের পঞ্চাশে বড় সংগ্রহ ঢাকার

সংগৃহীত ছবি

বিপিএল এর প্রথম দিনের ২য় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে লড়াকু পুঁজি পেয়েছে মিনিস্টার ঢাকা। দীর্ঘদিন পর মাঠে নেমে তামিম ইকবালের ৪২ বলে ৫০ রান আর উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ শেহজাদের ২৭ বলে ৪২ রানের মারমুখী ইনিংসের কল্যাণে ৬ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পায় মাহমুদউল্লাহর দল।

ঢাকার হয়ে ওপেনিং করতে নেমে মোহাম্মদ শেহজাদ ঝড় তোলেন, শেহজাদ রান আউটের আগে তামিমের সাথে ৬৯ রানের জুটি গড়েন। এরপর ২য় উইকেট জুটিতে ৪০ রান এলেও ওয়ানডাউনে নামা নাঈম শেখ ৯ রানে আউট হন। দলীয় ১০৯ রানের মাথায় তামিম ৫০ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলও টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। ৩ বলে ৭ রান করে রান আউটের শিকার হয়ে যান রাসেল।

এরপর মাহমুদউল্লাহ ও জহুরল ২৫ রানের জুটি গড়েন। জহুরুল ১২ রান করে ড্রেসিং রুমে ফিরে যান। তবে মাহমুদউল্লাহ ঝড়ো ইনিংস খেলেন। মাত্র ২০ বলে ৩৯ রান করেন ১৯৫ স্ট্রাইক রেটে। ৩টি ছক্কার সাথে ২টি চারের মার মারেন মাহমুদউল্লাহ। 

আর শেষদিকে শুভাগত ৪ বলে ৯ ও উদানা ২ বলে ৬ রান করে অপরাজিত থাকেন।

খুলনা টাইগার্সের বোলারদের মধ্যে কামরুল ইসলাম রাব্বি ৪ ওভারে ৪৫ রান খরচায় ৩টি ও থিসারা পেরেরা একটি করে উইকেট শিকার করেন। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের