শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৪, ২৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৭:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২১

Google News
বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করল ব্রাজিল

সংগৃহীত ছবি

ইংলিশ লিগে খেলা বেশ কিছু খেলোয়াড়কে চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ব্রাজিল দলে ডেকেও পাননি কোচ তিতে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আসছে মাসে আবারও আছে। কোচ তিতে সেই ম্যাচের জন্য ঘোষিত দলে সেই খেলোয়াড়দেরই আবারও ডেকেছেন ।

বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে আগামী মাসে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বজয়ীরা। তার আগে গতকাল শুক্রবার ২৫ সদস্যের দল ঘোষণা করে সেলেসাওরা।

করোনাভাইরাসজনিত কারণে চলতি মাসে অ্যালিসন, ফ্যাবিনিও, গ্যাব্রিয়েল জেসুস, এডারসন, এমারসন রয়্যাল, থিয়াগো সিলভা, ফ্রেড, ও রাফিনিয়া খেলতে পারেননি ব্রাজিলের হয়ে। কারণ, তাদের ক্লাব চায়নি খেলোয়াড়েরা করোনার লাল তালিকভুক্ত দেশে যাতায়াত করুন, তা হলেই যে দেশে অপেক্ষা করবে দশ দিনের কোয়ারেন্টাইন!

এখনো সে অবস্থার পরিবর্তন না হলেও এই আটজনকে নিয়েই দল ঘোষণা করল ব্রাজিল।

আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলার আতিথ্য নেবে ব্রাজিল। এর তিন দিন পর আবারও তাদের এক 'অ্যাওয়ে' ম্যাচ। সেদিন তারা খেলবে কলম্বিয়ার মাঠে। অবশেষে ১৪ অক্টোবর ঘরের মাঠে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিপক্ষে।

বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলে শীর্ষে থাকা ব্রাজিলের অর্জন ৮ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট। 

ব্রাজিল দল:

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), ওয়েভেরটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্তাস), গিলেরমো আরানা (আতলেতিকো মিনেইরো), আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস), এমারসন রয়াল (টটেনহ্যাম হটস্পার), এডারর মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কিনিয়োস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনিয়ো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেনিলসন (স্পোর্ত ক্লাব ইন্তারনাসিওনাল), জেরসন (মার্সেই), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), আন্তোনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), মাথেউস কুনিয়া (হের্থা বার্লিন), গাবি (ফ্লামেঙ্গো)।

রেডিওটুডে নিউজ/এসবি/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের