রোববার,

১৩ জুলাই ২০২৫,

২৯ আষাঢ় ১৪৩২

রোববার,

১৩ জুলাই ২০২৫,

২৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

১৭ অক্টোবর খুলতে পারে বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:২০, ২৬ আগস্ট ২০২১

আপডেট: ০০:২১, ২৭ আগস্ট ২০২১

Google News
১৭ অক্টোবর খুলতে পারে বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যলয় টিএসসি অডিটরিয়াম (ফাইল ছবি, সংগৃহীত)

আগামী ১৭ অক্টোবর দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, “সেপ্টেম্বর মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এরপর অক্টোবরের ১৭ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া যাবে।”

সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। সভায় ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তার আগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া স্কুল-কলেজ আরও পরে খোলার বিষয়ে সিদ্ধান্ত হয় সভায়।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের