
ঢাকা বিশ্ববিদ্যলয় টিএসসি অডিটরিয়াম (ফাইল ছবি, সংগৃহীত)
আগামী ১৭ অক্টোবর দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, “সেপ্টেম্বর মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এরপর অক্টোবরের ১৭ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া যাবে।”
সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। সভায় ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তার আগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া স্কুল-কলেজ আরও পরে খোলার বিষয়ে সিদ্ধান্ত হয় সভায়।
রেডিওটুডে নিউজ/ইকে