
সংগৃহিত ছবি
সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক বালবার্নি। টাইগার বোলারদের বোলিং তোপে শুরুতেই ২৭ রানে চার উইকেট হারায় আইরিশরা।
এরপর ১৯ তম ওভারে এবাদতের জোড়া আঘাতে আবারও বিপাকে বালবার্নির দল। ম্যাচের ২২তম ওভারে আবারও জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ।
সিরিজে প্রথমবার আগে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করছেন টাইগাররা। হাসান মাহমুদের গতিতে পঞ্চম ওভারে মুশফিকুর রহিমের তালুবন্দি হন আইরিশ ওপেনার ডোহেনি। নিজের পঞ্চম ওভার করতে এসে আবারও আঘাত হানেন হাসান। স্টার্লিংকে এলবিডব্লিউর ফাদে ফেলেন তিনি। ১২ বলে ৭ করেন স্টার্লিং।
এরপর বেশিক্ষণ থাকতে পারেনি হ্যারি টেক্টরও। শেষ পর্যন্ত ১০১ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড।
রেডিওটুডে নিউজ/এসবি