
সাকিব আল হাসান
বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান সব দেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন। তবে বাকি ছিল কেবল শ্রীলঙ্কান ফ্রাঞ্চাইজি লীগে খেলা। এবার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দেখা যাবে নাম্বার ওয়ান অলরাউন্ডারকে।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসরে গল গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন সাকিব। সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে গল। এই আসরের সবশেষ আসরে খেলেছিলেন আফিফ হোসেন। তবে এবার একাধিক বাংলাদেশি ক্রিকেটার লীগের ড্রাফটে নাম দিয়েছেন। যেখানে রয়েছেন মুশফিকসহ আরো চার ক্রিকেটার।
সাকিব ছাড়া আরও কয়েকজনকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে এলপিএলের ফ্রাঞ্চাইজিগুলো। ডেভিড মিলার (জাফনা কিংস), বাবর আজম (কলম্বো স্টার্স), তাব্রাইজ শামসি (ক্যান্ডি ওয়ারিয়র্স), ম্যাথু ওয়েড (ডাম্বুলা জায়ান্টস) নাম লিখিয়েছেন।
চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ৩০ জুলাই। ড্রাফট অনুষ্ঠিত হবে ৪ জুন। আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।
রেডিওটুডে নিউজ/এসবি