রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

Radio Today News
bangas biscuit

ডমিনিকার জালে ব্রাজিলের ৬ গোল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮:১২, ২৫ মে ২০২৩

Google News
ডমিনিকার জালে ব্রাজিলের ৬ গোল

ডমিনিকার বিপক্ষে ৬ গোলে জিতেছে ব্রাজিল

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ধাক্কা খেয়েছিল ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে অবশ্য স্বমহিমায় দেখা গেছে তাদের। ডমিনিকা রিপাবলিকের বিপক্ষে ৬ গোল দিয়েছে জুনিয়র সেলেসাওরা।

মালভিনাস আর্জেন্টিনাস স্টেডিয়ামে বুধবার (২৪ মে) রাতে ডমিনিকা রিপাবলিকের বিরুদ্ধে মাঠে নেমেছিল ব্রাজিল। এই ম্যাচ জিতে ইতালিকে টপকে গ্রুপের দ্বিতীয় অবস্থানে উঠে গেল সেলেসাওরা। শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারাতে পারলে শেষ ষোলর টিকেট মিলবে তারা।  
 
আর নাইজেরিয়ার বিপক্ষে হারলে বা ড্র করলেও আশা টিকে থাকবে ব্রাজিলের। তখন তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে।
 
ডমিনিকার বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে এদিন ব্রাজিল। যদিও প্রথমবার জালের দেখা পেতে সময় লেগে গেছে ৩৭ মিনিট। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস লিওনার্দো। ম্যাচের ৫৭তম মিনিটে জিন হেনরিক পেদ্রোসো সেলেসাওদের পক্ষে স্কোরশিটে নাম তোলেন। এছাড়া ৮২তম মিনিটে পরের গোলটি দেয় ব্রাজিল। আর অতিরিক্ত সময়ে গিয়ে আরও দুই গোল ডমিনিকার জালে দেয় সেলেসাওরা।

সেলসাওরা নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে আগামী ২৮ মে নাইজেরিয়া বিপক্ষে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের