মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

Radio Today News

ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস-২০২১

ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হাবিব রহমান ও মাকসুদা লিসা

প্রকাশিত: ১৩:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২১

Google News
ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হাবিব রহমান ও মাকসুদা লিসা

‘ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস-২০২১’ এ গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোর জিমনেসিয়ামে ব্যাডমিন্টন ইভেন্ট অনুষ্ঠিত হয়। ব্যডমিন্টন প্রতিযোগিতার পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন একাত্তর টিভির হাবিব রহমান, রানার-আপ আমার দিনের আরাফাত দাড়িয়া ও তৃতীয় হয়েছেন বিডিনিউজ২৪ ডটকমের কামাল হোসেন তালুকদার।

এদিকে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন ভয়েজ অব এশিয়ার মাকসুদা লিসা, রানার আপ একাত্তর টিভির নাদিয়া শারমিন ও তৃতীয় হয়েছেন নাগরিক টিভির শাহনাজ শারমীন।

এসময় উপস্থিত ছিলেন ডিআরইউর সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাবেক কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম মিঠুসহ ক্রীড়া উপ কমিটির সদস্য শাহনাজ পারভীন এলিস, রকিবুল ইসলাম মানিক ও সাঈদ শিপন।

খেলা পরিচালনায় ছিলেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন খেলোয়াড় এবং ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) লেভেল-২ সার্টিফাইড কোচ এনায়েত উল্লাহ খান।

গেল ২২ আগস্ট দাবা ইভেন্টের মধ্য দিয়ে শুরু হয় ‘ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস-২০২১’। ইতোমধ্যে দাবা, কলব্রিজ, অকশন ব্রিজ, ক্যারম (নারী ও পুরুষ), ক্যারম দ্বৈত, লুডু (নারী), স্প্রিন্ট, মিনি ম্যারাথন, টেবিল টেনিস, নারী সদস্যদের দৌড়, সদস্য সন্তানদের দৌড়, সদস্যদের স্ত্রীদের মার্বেল দৌড়, আর্চারি ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষ হয়েছে। এই ক্রীড়া উৎসবের রেডিও পার্টনার রেডিও টুডে।

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের