
ছবি: সংগৃহীত
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে স্বাগতিক ওমান।
ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। ব্যাটিংয়ে নেমে প্রথমে বিপর্যস্ত হলেও সর্বশেষ ১৩২ রানের টার্গেট দেয় পাপুয়া নিউগিনি।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩.৪ ওভারে কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ওমান।
উদ্বোধনী ম্যাচের শুরুতে ওমান অধিনায়ক জিসান মাকসুদ হেসেছিলেন জয়ীর হাসি। তা যেন শেষ ম্যাচের পর্যন্ত টিকে রইলো।
অধিনায়ক জিশান মাকসুদ টসের সময় বলে গেলেন যেসব কথা, ম্যাচে যেন অক্ষরে অক্ষরে ফলে গেল সেসব। সবকিছুর মিশেলে বিশ্বকাপের শুরুর ম্যাচে ১০ উইকেটের দাপুটে এক জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমেছে পাপুয়া নিউগিনি। অন্যদিকে ২০১৬ সালের আসরেও প্রথম পর্বে সুযোগ পেয়েছিলো ওমান।
রেডিওটুডে নিউজ/জেএফ/এসএস