মঙ্গলবার,

১৯ মার্চ ২০২৪,

৫ চৈত্র ১৪৩০

মঙ্গলবার,

১৯ মার্চ ২০২৪,

৫ চৈত্র ১৪৩০

Radio Today News

নামিবিয়াকে ১৬৫ রানের বড় লক্ষ্য ছুড়ে দিল ডাচরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৮, ২০ অক্টোবর ২০২১

আপডেট: ০০:১০, ২১ অক্টোবর ২০২১

Google News
নামিবিয়াকে ১৬৫ রানের বড় লক্ষ্য ছুড়ে দিল ডাচরা

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের শুরুটা হয়েছে হার দিয়ে। মূল পর্বে খেলতে হলে নামিবিয়া ও নেদারল্যান্ডসের জন্য ম্যাচটি খুবই গরুত্বপূর্ণ। ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালো সংগ্রহ গড়ে নেদারল্যান্ডস।

আজ বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে শুরুটা খারাপ ছিল না নেদারল্যান্ডসের। স্টিফেন মাইবার্গ আর ম্যাক্স ও'দাউদ দলকে ভালো শুরু এনে দেন।

নেদারল্যান্ডসের পক্ষে ওপেনার ও'দাউদ ৭০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ কলিন অ্যাকারম্যান করেন ৩৫ রান। আর মাইবার্গ ১৭ ও স্কট অ্যাডওয়ার্ডস ২১ রানে অপরাজিত থাকেন। ৪ উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের সংগ্রহ দাড়ায় ১৬৪ রান।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়া হেরেছে শ্রীলঙ্কার কাছে। ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসকে হারিয়ে সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে আয়ারল্যান্ড। আর নেদারল্যান্ডস ও নামিবিয়া কোনো ম্যাচ জিতেনি।

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের