রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

Radio Today News
bangas biscuit

ওমানে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুজনের মৃত্যু

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ১৩ মে ২০২৩

Google News
ওমানে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুজনের মৃত্যু

মধ্য প্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগরের দু'জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মো.আহাদ (৩৭) ও মো.সিদ্দিক(৩২)। তারা সম্পর্কে ফুফাতো- মামাতো ভাই। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০ টার দিকে ওমানের আল আরাকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহাদ কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং সিদ্দিক একই গ্রামের আবু তাহেরের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে নিহত আহাদের মামা স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম খলিল সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য ইব্রাহিম খলিল জানান, আহাদ ও ছিদ্দিক দু'জনে ওমানে রংমিস্ত্রির কাজ করে। সকালে রং কেনার জন্য তারা ওমানের আল আরাকী থেকে ইবরি শহরে যাচ্ছিল। এসময় রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলে আহাদ মারা যায়। গুরুতর আহত হয় ছিদ্দিক। পরে ওমানের স্থানীয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহতদের লাশ দেশে আনতে এবং তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের কাছে দাবি করে তাদের পরিবার।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের