প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কার্যক্রম এবং এনআইডি সংশোধনের কাজ সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ইসি সচিব শফিউল আজিম বলেন, প্রবাসীদের ভোটার করার কার্যক্রম ৭ দেশে চলমান আছে। ধারাবাহিকভাবে অন্যান্য দেশও শুরু হবে।
এসময় তিনি বলেন, অনলাইন সেবা সহজ করার জন্য ধারাবাহিক বৈঠক করা হচ্ছে দেশব্যাপী। যদিও কমিশন না থাকায় বাড়ি বাড়ি যেয়ে নাগরিকদের তথ্য হালনাগাদ কার্যক্রম বন্ধ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়ের ক্ষেত্রে অসাধু অনেকে জড়িত রয়েছে। এই সমস্যা নিরসনে কাজ চলছে।