শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

ভিসার অপেক্ষায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী: জার্মান রাষ্ট্রদূত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৮, ১৩ মার্চ ২০২৫

Google News
ভিসার অপেক্ষায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী: জার্মান রাষ্ট্রদূত

প্রায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী জার্মানির ভিসার অপেক্ষমাণ তালিকায় রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।

বুধবার (১২ মার্চ) নি‌জের এক্স হ্যান্ডেলে এক পোস্টে এই তথ্য জানান জার্মান রাষ্ট্রদূত।

আখিম ট্রোস্টার জানান, ২০২২ ও ২০২৩ সালের ১৮ হাজার ৫৮৩টি আবেদন ছাড়াও ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১০ হাজার ৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০ হাজার ৬৩৫, তৃতীয় প্রান্তিকে ১৬ হাজার ৪৬৯ এবং শেষ প্রান্তিকে ১৪ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী জার্মানির ভিসার জন্য আবেদন করেন।

এ ছাড়া, ২০২৫ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত (১২ মার্চ) আবেদন জমা দিয়েছেন ৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী। সব মিলিয়ে বাংলাদেশি শিক্ষার্থী‌দের আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৮৮০।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের