শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

ঈদযাত্রায় ১৫৮ দুর্ঘটনা, নিহত ২০৭ জন

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:০১, ২৭ জুলাই ২০২১

আপডেট: ০১:১৮, ২৭ জুলাই ২০২১

Google News
ঈদযাত্রায় ১৫৮ দুর্ঘটনা, নিহত ২০৭ জন

এবার ঈদুল আজহা ঘিরে ১১ দিনে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ২০৭ জনের প্রাণহানি হয়েছে বলে একটি বেসরকারি সমীক্ষায় উঠে এসেছে।

মোট ১৫৮টি সড়ক দুর্ঘটনায় এসব মৃত্যুর পাশাপাশি ৩৮৯ জন আহত হয়েছেন বলে সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে তুলে ধরা হয়।

সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের তথ্যের ভিত্তিতে সমীক্ষা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে সোমবার সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, গত ১৪ থেকে ২৪ জুলাই পযন্ত সড়ক দুর্ঘটনায় ২০৭ জন মারা গেছেন। অর্থাৎ দিনে গড়ে ১৮ দশমিক ৮১ জনের মৃত্যু হয়েছে।

গত ঈদুল আযহার আগে-পরে ১৪ দিনে ১৮৭টি দুর্ঘটনায় ২২৯ জন নিহত হয়েছিল। গড়ে দিনে ১৬ দশমিক ৩৫ জন মারা গেছেন। ওই হিসেবে এবার প্রাণহানি বেড়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটছে সড়ক পরিবহন খাতের অব্যবস্থাপনার কারণে। এই পরিস্থিতিতে সড়ক পরিবহন আইনের ‘বাধাহীন’ বাস্তবায়ন জরুরি।

ঈদে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত এ প্রতিবেদনে বলা হয়, নিহত ২০৭ জনের মধ্যে ২৯ নারী এবং ১৭ জন শিশু রয়েছেন। 

রেডিওটুডে নিউজ/এইচবি/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের