বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে এখান থেকে গার্মেন্টস শিল্প সরিয়ে নিতে একটি দেশ ষড়যন্ত্র করছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হাতেম বলেন, শ্রীলংকায় যখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলো তখন সেখান থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে অস্থিরতা তৈরি করে কেউ তার দেশে হয়ত এটা নিয়ে যেতে চাইছে।
আমি দেশের নাম উল্লেখ করলাম না। তিনি বলেন, গতকাল ভারতের একটি পত্রিকায় এ ব্যাপারে নিউজ ছাপা হয়েছে।
রেডিওটুডে/এমএমএইচ