শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

আলিবাবাসহ চীনের বেশকিছু টেক জায়ান্টকে জরিমানা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৫, ২১ নভেম্বর ২০২১

আপডেট: ১৮:৫৪, ২১ নভেম্বর ২০২১

Google News
আলিবাবাসহ চীনের বেশকিছু টেক জায়ান্টকে জরিমানা

ফাইল ছবি

৪৩টি চুক্তি ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় আলিবাবা, বাইদু এবং জেডি ডটকম সহ বেশকিছু কোম্পানিকে জরিমানা করা হয়েছে।

একচেটিয়া বিরোধী আইন লঙ্ঘন করার অভিযোগে এই জরিমানা করা হয়। শনিবার এ তথ্য জানিয়েছে চীনের বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার সাথে জড়িত কোম্পানিগুলোর প্রত্যেককে ৫০০০০০ ইউয়ান (৭৮ হাজার ডলার) জরিমানা করা হবে। এটি চীনের ২০০৮-এর একচেটিয়া বিরোধী আইনের অধীনে সর্বোচ্চ।

এ ব্যাপারে জানতে চাইলে কোনও মন্তব্য করেনি আলীবাবা, বাইদু, জেডি ডটকম এবং গীলি।

তবে নিয়ন্ত্রকরা বলেছে, চুক্তিগুলো প্রতিযোগিতা নির্মূল বা সীমাবদ্ধ করার ক্ষেত্রে প্রভাব ফেলেনি।

গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো বিগত চুক্তিগুলি অবিশ্বাসের পর্যালোচনাগুলির জন্য সঠিকভাবে রিপোর্ট না করার জন্য আলিবাবা, টেনসেন্ট-সমর্থিত চায়না লিটারেচার এবং শেনজেন হাইভ বক্সকে ৫০০০০০ ইউয়ান জরিমানা করা হয়।

রেডিওটুডে নিউজ/জেএফ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের