শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

দুই কার্গো এলএনজি, ২৫ হাজার মেট্রিক টন সার সংগ্রহ করবে সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৫, ৮ মে ২০২৫

Google News
দুই কার্গো এলএনজি, ২৫ হাজার মেট্রিক টন সার সংগ্রহ করবে সরকার

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দুই কার্গো এলএনজি ও ২৫ হাজার মেট্রিক টন সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি) কমিটির ১৮তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। 

সভায় মোট দশটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে সিঙ্গাপুরের মেসার্স ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে প্রায় ৫৪৯ দশমিক ০৯ কোটি টাকায় এক কার্গো এলএনজি সংগ্রহ করবে।

এ ছাড়া আরেকটি প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে সিঙ্গাপুরের মেসার্স ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের স্পট মার্কেট থেকে প্রায় ৫৫৫ দশমিক ৩২ কোটি টাকায় আরো একটি কার্গো এলএনজি সংগ্রহ করবে।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় তিউনিসিয়ার গ্রুপ চিমিক তিউনিসিয়েন (জিসিটি) থেকে প্রায় ১৫৬ দশমিক ৬৯ কোটি টাকায় ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার সংগ্রহ করবে। যার প্রতি টনের মূল্য ৫১৩ দশমিক ৭৫ মার্কিন ডলার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের