সোমবার,

২৯ এপ্রিল ২০২৪,

১৬ বৈশাখ ১৪৩১

সোমবার,

২৯ এপ্রিল ২০২৪,

১৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পার্পেচুয়াল বন্ডের লেনদেন শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৩, ১৯ মার্চ ২০২৪

Google News
সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পার্পেচুয়াল বন্ডের লেনদেন শুরু

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পার্পেচুয়াল বন্ডের লেনদেন মঙ্গলবার (১৯ মার্চ) থেকে শুরু হয়েছে। বন্ডের কুপন রেট হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে।

মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্ডটি ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে লেনেদেন শুরু করছে। সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পার্পেচুয়াল বন্ডের ট্রেডিং কোড হলো- ‘SEB1PBOND’। আর বন্ডের স্ক্রিপ কোড হলো-২৬০১8।

সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পার্পেচুয়াল বন্ডটি ডিএসইর কর্পোরেট বন্ড সেক্টরে লেনদেন করবে। এর আগে গত ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ডটির সাবস্ক্রিপশন চলে। প্রাইভেট প্লেসমেন্ট ও পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করেছে ব্যাংকটি। বন্ডটির ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণ ছিল ৫ হাজার টাকা বা এর গুণিতক। বন্ডটি সাবস্ক্রিপশনের জন্য সাধারণ ও যোগ্য বিনিয়োগকারীকে পুরো ফি প্রদান করতে হয়েছে। যোগ্য বিনিয়োগকারীর জন্য সাবস্ক্রিপশন ফি ছিল ৩ হাজার টাকা।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের