শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

Radio Today News

শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না লাভেলো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৫, ১৩ মে ২০২৪

Google News
শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না লাভেলো

শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না পুঁজিবাজারে তালিকাভুক্ত তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলেও ডিএসইকে জানিয়েছে তালিকাভুক্ত এ কোম্পানিটি।

স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

ডিএসই থেকে প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায়, দীর্ঘদিন লাভেলোর শেয়ারের দাম ফ্লোরে আটকে ছিল। গত জানুয়ারি মাসে ফ্লোর তুলে নেওয়ার পর কোম্পানিটির শেয়ারের দামে টানা দর পতন হয়। এক সপ্তাহের ব্যবধানে শেয়ারের দাম ৩৭ টাকা ৯০ পয়সা থেকে ২৯ টাকা ৮০ পয়সায় নেমে আসে। আর ৩০ জানুয়ারি শেয়ারটির দাম বৃদ্ধির রেস শুরু হয়। এদিন ডিএসইতে লাভেলেোর শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে সার্কিটব্রেকার স্পর্শ করে। এর পর থেকে সামান্য বিরতি দিয়ে দিয়ে শেয়ারটির দাম বেড়ে চলেছে। রোববার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য দাঁড়ায় ১০০ টাকা ৩০ পয়সা। সোয়া তিন মাসে শেয়ারটির দাম বেড়েছে ৭০ টাকা ৫০ পয়সা।

এদিকে গত ১৫ এপ্রিল কোম্পানিটি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৮ পয়সা। তাতে কোম্পানিটির শেয়ারের পিই রেশিও দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৭৭। অন্যদিকে সবশষে হিসাববছরের ইপিএসের (১ টাকা ২৪ পয়সা) ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের পিই রেশিও দাঁড়িয়েছে ৮০ দশমিক ৮৯।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের