শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

কুমিল্লায় লঞ্চে ডিজে পার্টি: বৈদ্যুতিক তারে জড়িয়ে ১৫ কিশোর দগ্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৩, ২৪ আগস্ট ২০২১

আপডেট: ১৮:২৭, ২৪ আগস্ট ২০২১

Google News
কুমিল্লায় লঞ্চে ডিজে পার্টি: বৈদ্যুতিক তারে জড়িয়ে ১৫ কিশোর দগ্ধ

কুমিল্লার তিতাস নদীতে লঞ্চের ছাদে মাইক লাগিয়ে ডিজে পার্টি করার সময় বৈদ্যুতিক খুঁটির তারের সাথে জড়িয়ে প্রায় ১৫ জন দগ্ধ হয়েছেন। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

সোমবার (২৩ আগস্ট) রাত ১০টায় তিতাস দড়িকান্দি ব্রিজের পূর্ব পাশে মেসার্স বাদল সরকার অ্যান্ড সন্স নামের একটি লঞ্চে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজন নদীতে পড়ে গেলে দুইজনকে উদ্ধার করেছে স্থানীয়রা। তবে একজন নিখোঁজ রয়েছে বলে ধারণা স্থানীয়দের।

গুরুতর আহতদের  জেলে ও স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এছাড়া কয়েকজনকে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শুনেছি একজন নিখোঁজ ও ১৫-১৬ জন আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে। কেউ নিখোঁজ রয়েছে কিনা নিশ্চিত নয়। তবে তা নিশ্চিত হলে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

সূত্র: জাগো কুমিল্লা
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের