বুধবার,

১১ ডিসেম্বর ২০২৪,

২৭ অগ্রাহায়ণ ১৪৩১

বুধবার,

১১ ডিসেম্বর ২০২৪,

২৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

জামিন পেলেন বরিশালের মেয়রসহ ১২ জন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৩, ২৫ আগস্ট ২০২১

Google News
জামিন পেলেন বরিশালের মেয়রসহ ১২ জন

বরিশালে ইউএনও এবং পুলিশের দায়ের করা দুই মামলায় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ ১২ জনকে জামিন দিয়েছেন বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

এরমধ্যে পুলিশের করা মামলায় নয়জন এবং ইউএনওর মামলায় তিনজন জামিন পেয়েছেন।

আজ বুধবার সকালে মেয়রসহ ২১ জনের পক্ষে বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের শুনানী অনুষ্ঠিত হয়।

জামিনের জন্য আদালতে শুনানীর সময় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং কোন আসামী উপস্থিত ছিলেন না।

গত ১৮ আগস্ট রাতে সরকারি দলের নেতা-কর্মীদের সঙ্গে ইউএনও কমপ্লেক্সের আনসারদের গুলিবর্ষণ ও পুলিশের লাঠিচার্জের ঘটনায় ইউএনও মো. মুনিবুর রহমান ২৮ জনকে এবং পুলিশের এসআই ৯২ জনকে আসামী করে মামলা করেন। দুই মামলায় মেয়র প্রধান আসামী ।

এই ঘটনায় সিটি করপোরেশন থেকেও ইউএনও মো. মুনিবুর রহমান এবং কোতয়ালি থানার ওসি মো.নূরুল ইসলামকে প্রধান করে দুইটি মামলা করা হয়।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের