মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

রংপুরে বাস খাদে পড়ে নিহত দুইজন, আহত অনেকে

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ১১ মার্চ ২০২৩

Google News
রংপুরে বাস খাদে পড়ে নিহত দুইজন, আহত অনেকে

সংগৃহিত ছবি

রংপুরে ময়না পরিবহনের বাস পাগলাপীর বটতোলা এলাকায় খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। আজ শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রংপুরের পাগলাপীর ভিন্নজগৎ সড়কে দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রংপুরের উপ-পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানিয়েছেন, ময়না পরিবহনের এক বাস জলঢাকা থেকে সকাল আনুমানিক সাড়ে ৮টার সময় পাগলাপীর পার হয়ে বটতলা নামক স্থানে এসে ভিন্ন জগৎ সড়কের খাদে পড়ে যায়। এই ঘটনায় ঘটনাস্থলে দুজন পুরুষ মারা যান। একজনের আনুমানিক বয়স-২৫ ও আরেকজনের ৪৫ হতে পারে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন মানুষ।

ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ির নিচে আটকা পড়াদের উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের