
রোদে পোড়া পায়ের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়
গরম পড়তে না পড়তেই রোদের তেজ অনুভূত হওয়া শুরু হয়েছে। রোদের হাত থেকে বাঁচতে তাই বলে তো আর ঘরে বসে থাকলে চলবে না। বিভিন্ন কাজে আমাদের বাইরে বের হতেই হয়। ফলে রোদের তাপ শুধু হাত-পা মুখে নয় বরং পায়ের পাতাতেও পড়ে। ফলে পায়ের পাতার নির্দিষ্ট কিছু স্থানে রোদের প্রভাবে কালো দাগের সৃষ্টি হয়।
তাই আজকে আমরা জেনে নেব পায়ের পাতা থেকে রোদে পোড়া কালো দাগ তোলার ক্ষেত্রে ঘরোয়া কোন কোন উপাদানগুলো দিয়ে প্যাক বানানো যেতে পারে।
১) মসুর ডাল বাটা বা বেসন -১ টেবিল চামচ
২) কাঁচা হলুদ -১ চা চামচ
৩) টক দই -১ টেবিল চামচ
৪) মধু -১ চা চামচ
৫) পাতিলেবুর রস -১চা চামচ
প্রথমে উপরে উল্লেখিত সমস্ত উপকরণ গুলো একটি বাটিতে নিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণটি গোসলের আগে পায়ের পাতায় লাগান। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ব্যাক্তি যেন পুরোপুরি পায়ের পাতার সাথে শুকিয়ে লেগে না যায়। তাই আধা শুকনো অবস্থাতেই নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
শুধু পায়ের পাতাতে প্যাক লাগালেই চলবে না। বরং রোদে বের হবার আগে পায়ের পাতাতে অবশ্যই সানস্ক্রিন মেখে বের হতে হবে। তবেই এই সমস্যা থেকে মুক্তি মিলবে।
এস আর