
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় এক শিশুসহ মোট তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৫ জন।
আজ রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন উপজেলার ভাটেরা হোসেনপুর মোরা বাসস্ট্যান্ডের পশ্চিমে রেললাইন ক্রসিং এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ট্রেনটি বরযাত্রীগামী একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/জেএফ