মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

রাজধানীর নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৫, ১৮ মার্চ ২০২৩

Google News
রাজধানীর নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত

নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

রাজধানীর ঝিগাতলায় একটি নির্মানাধীন  ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম রশিদুল ইসলাম (৩৫ )।

১৮ই মার্চ শনিবার দুপুর ২ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে রাজধানীর ঝিগাতলায়। নিহত রশিদুল ইসলামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। গত আট দিন ধরে নির্মানাধীন ওই ভবনটিতে কাজ করে আসছিলেন রশিদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায় যে, পিলখানার চার নম্বর গেটের পাশে একটি নির্মাণাধীন ১৩ তলা ভবনের রড মিস্ত্রির কাজ করছিলেন রশিদুল। হঠাৎ করেই তিনি ছাদের একপাশে কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে যান। রশিদুলের কোমরে সেফটি বেল্ট থাকলেও তা ছিঁড়ে তিনি নিচে পড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ বাচ্চু মিয়া ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পাসের ইনচার্জ তিনি বিষয়টিকে কেন্দ্র করে জানান যে, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল দুপুরের দিকে। ভালো করে পর্যবেক্ষণ করে দেখা যায় তিনি মৃত। বর্তমানে তার মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের